সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় চবি প্রশাসন কাজ করছে : উপাচার্য

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেছেন,‘সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় চবি প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। তিনি ৩০ ডিসেম্বর চবি ক্লাব ক্যাম্পাসের বার্ষিক সাধারণ সভা ও নবনির্মিত ‘ক্লাব আউটস্কাট’ জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ক্লাব ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন জামালপুর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং কিশোরগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। ক্লাব সভাপতি প্রফেসর ড. মো. দানেশ মিয়ার সভাপতিত্বে এবং ক্লাব সম্পাদক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর আলোচনা করেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

উপাচার্য জুলাইআগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগাতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সম্পাদক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং কোষাধ্যক্ষের বার্ষিক আয়ব্যায় হিসাব পেশ করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মো. মজনু মিয়া। অনুষ্ঠানে ক্লাবের সদস্য চবি গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মনজুর আহমেদকে মরনোত্তর সম্মাননা এবং অবসরপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন মিয়া, প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মুনিরা নাসিরউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার জাকের আহমদ, ডেপুটি রেজিস্ট্রার সামছু উদ্দীন আহমদ, ডেপুটি রেজিস্ট্রার শফিউল বশর এবং সহকারী রেজিস্ট্রার মো. এনামুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ক্লাব ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এতে জুলাইআগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারীদের সম্মানে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রেন চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ২৮ জানুয়ারি থেকে
পরবর্তী নিবন্ধজাহাজভাঙা শিল্পে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন