সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

গত সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এখন বিএনপিকে রাজনৈতিক দলই মনে করছেন না। তিনি গতকাল রোববার সংসদে বলেছেন, বিএনপি হচ্ছে নো পার্টি, এটা একটি প্ল্যাটফর্ম। তাদের কোনো রাজনৈতিক দর্শন নেই। তাদের দর্শন হচ্ছে সরকার, ভারতের বিরুদ্ধে কথা বলা। তাদের রাজনৈতিক দর্শন হচ্ছে ঘুরিয়ে-ফিরিয়ে কীভাবে পাকিস্তানের বন্ধুদের খুশি রাখার ভূমিকা রাখা যায়। সেটি হলো এই রাজনৈতিক দলের উদ্দেশ্য। কিন্তু সেটা এই দেশে কোনো দিন ফলবে না। খবর বিডিনিউজের।

গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনার জন্য দাঁড়িয়ে একথা বলেন তিনি।

ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ‘সংস্কারপন্থি’ হিসেবে চিহ্নিত হয়ে দলে অপাঙক্তেয় হয়ে পড়েন।

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামে নাম লিখিয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ বরাদ্দ নগর উন্নয়নে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু