চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সুলতানুল কবির চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান গত ২১ জুলাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম। প্রধান আলোচক কিরণ লাল আচার্য্য। আসিফ ইকবালের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আশীষ সেন, কামাল উদ্দীন, বিজয় শংকর চৌধুরী, সোমা মুৎসূদ্দী, সজল দাশ, সঙ্গীতা চৌধুরী, সাবিহা সুলতানা রক্সি, নিলয় দে, জিয়া উদ্দীন আরিফ, মিনহাজুল ইসলাম, জাফর আলম, সবুজ চৌধুরী রকি, আবুল মনসুর প্রমুখ। প্রধান অতিথি বলেন, সুলতানুল কবির চৌধুরী আওয়ামী রাজনীতির একজন বিশ্বস্ত ব্যক্তিত্ব ছিলেন। দলের দুর্দিনের কান্ডারী ভূমিকা পালন করেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন সৎ, নিবেদিত ও মহৎ রাজনীতিবিদ সুলতানুল কবির চৌধুরী প্রজন্মের মাঝে যুগ যুগ বেঁচে থাকবেন। সভা শেষে একজন শিক্ষার্থীকে সুলতানুল কবির স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।