মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের দুটি খেলা গতকাল অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় সুলতানা কামাল-ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৮ উইকেটে আব্দুর রব সেরনিয়াবাত-চিটাগাং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে আব্দুর রব সেরনিয়াবাত-চিটাগাং ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে। জবাবে সুলতানা কামাল-ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে নেয়। বিজয়ী দলের রাহুল ১৬ রানে ২ উইকেট এবং ২৮ বলে ৪৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ক্রেস্ট প্রদান করেন সাবেক প্যানেল মেয়র মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। দিনের দ্বিতীয় খেলায় রোজী জামাল-আফতাব ক্রিকেট একাডেমি ৬ উইকেটে শেখ আবু নাসের- এস.এস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেখ আবু নাসের-এস.এস ক্রিকেট একাডেমি ১৫.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জবাবে রোজী জামাল-আফতাব ক্রিকেট একাডেমি ৯.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলে নেয়। বিজয়ী দলের খেলোয়াড় আলমি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ক্রেস্ট প্রদান করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। আজ ২৮ ডিসেম্বর প্রথম খেলায় শেখ ফজলুল হক মনি-উদীয়মান ক্রিকেট একাডেমি বনাম শেখ জামাল-শোভনীয়া ক্রিকেট একাডেমি এবং ২য় খেলায় সুকান্ত বাবু-ব্রাইট ক্রিকেট একাডেমি বনাম শেখ কামাল-ইস্পাহানী ক্রিকেট একাডেমি পরস্পরের মোকাবেলা করবে। আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২:৩০ টায় প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ ফজলুল হক মনি-উদীয়মান ক্রিকেট একাডেমি বনাম ‘বি’ গ্রুপ রানার্স আপ কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমি এবং ৩০ ডিসেম্বর দুপুর ১২:৩০ টায় দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন রোজী জামাল- আফতাব ক্রিকেট একাডেমি বনাম গ্রুপ-‘এ’ রানার্স আপ সুলতানা কামাল-ব্রাদার্স ক্রিকেট একাডেমি পরস্পরের মোকাবেলা করবে।