সুলতানপুর কালী বিগ্রহ মন্দিরের শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:১৯ অপরাহ্ণ

রাউজান সুলতানপুরস্থ নন্দীপাড়া এলাকার শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আসন্ন শ্যামা পূজা ও মহোৎসব উপলক্ষে গতকাল শুক্রবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির অন্যতম উপদেষ্টা চিত্তরঞ্জন সর্ব্ববিদ্যা।

এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন পালিত বাসু ও বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে এতে বিকাশ দাশ, কানুরাম দে, প্রদীপ দাশ, বিপ্লব চৌধুরী প্রতাপ, কমল কর, কানুরাম দাশ, লায়ন শিমুল নন্দী, অসীম দে, কৃষ্ণ প্রসাদ দাশ, সঞ্জয় দাশ, আশীষ দাশ, বিপ্লব দাশ ভরত, শুভ বর্মন, প্রান্ত ভট্টাচার্য এবং সুমন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসব সৌহার্দ্যপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের সর্ব্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহালদা ও কর্ণফুলী নদী রক্ষায় কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সভা