সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

| বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

সুরসঞ্চারী সংগীত বিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৮ ফেব্রুয়ারি নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন অধ্যক্ষ রতন দাশগুপ্ত। কবি আশীষ সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। অতিথি ছিলেন শিশু সাহিত্যিক অরুণ শীল।

প্রধান বক্তা ছিলেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী আশীষ কুমার দাশ। বিদ্যালয়ের প্রশিক্ষক কাকলী দাশগুপ্তের পরিচালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার আখতার হোসেন, শিক্ষিকা ঝিনুক পারভিন, টিটু দেবনাথ সুমন। স্বাগত বক্তব্য রাখেন কবি সজল দাশ। ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এককসংগীত ও দলীয় সংগীত, একক নৃত্য ও আবৃত্তি পরিবেশন অংশগ্রহণ করেন। সভায় বক্তরা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা তথা শুদ্ধ সংগীত, শাস্ত্রীয় সংগীতচর্চায় শিশুদের মানসিক বিকাশে সুর সঞ্চারী সংগীত বিদ্যালয় অগ্রগামী ভূমিকা করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০০ শিল্পীর কণ্ঠে ১০০ ফোক গান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩.৬১ কোটি টাকা