সুরেশ্বর সংগীত একাডেমির গুণীজন সংবর্ধনা

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

সুরেশ্বর সংগীত একাডেমির ২য় বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুরেশ্বর সংগীত একাডেমির উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক রুবেল দাশ। অতিথি ছিলেন মৎস্যবিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত ও সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সেলিম নূর, সংগঠক বাবলু দাশ, সমীর দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, ধীমান দাশ, সোহেল দাশ, তুর্জয় দাশ। প্রধান বক্তা ছিলেন ব্যাংকার আবদুল মুনাফ।

সভাপতিত্ব করেন সুরেশ্বর সংগীত একাডেমির সভাপতি অ্যাডভোকেট কৃষ্ণ লাল দাশ। স্বাগত বক্তব্য দেন, ইমন মুজমার। শুভেচ্ছা বক্তব্য দেন, ডা. অপূর্ব ধর। সঞ্চালনায় ছিলেন নিঝুম চৌধুরী ও অনন্যা চক্রবর্তী। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় রেওয়াজ তবলা শিক্ষাকেন্দ্রের পরিচালক সুদীপ সেনগুপ্ত, চবি সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম কৌশিক আহমেদ, ঘুঙুর নৃতক্যলা কেন্দ্রের পরিচালক স্বপন দাশ, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, সঙ্গীতশিল্পী কান্ধাইয়া ওস্তাদকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জুলাই শহীদের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, আসামি ১৬ জন