সুরের মূর্ছনায় সঙ্গীত সন্ধ্যা ‘আমি এক স্বপ্ন কোজাগরী’

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর এক সন্ধ্যায় মাতোয়ারা হয়েছিল চট্টগ্রামের সঙ্গীত প্রেমীরা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাকার সন্স গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ ও বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল সুরকার, পরিচালক ও গায়ক ইউসুফ আহমেদ খানের সঙ্গীতানুষ্ঠান ‘আমি এক স্বপ্ন কোজাগরী’। গত শনিবার রাতে প্রায় ৫ শতাধিক দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন। ধ্রুপদী সুর আর মৃদু ঝংকারে শুরু থেকেই তৈরি হয় এক মনমুগ্ধকর পরিবেশ। সাড়ে ৭টায় মঞ্চে আসেন সঞ্চালক প্রবীর কুমার। সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান জনপ্রিয় নজরুল গীতি ‘মোর প্রিয়া হবে এসো রাণী’ দিয়ে শুরু করেন গান। এরপর গেয়ে শুনান ‘টানা টানা চোখে কালিও পড়েনি কোনো’। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘কত দিন পরে এলে একটু বসো’ দিয়ে শুরু হয় শিল্পপতি ও বাকার সন্স গ্রুপের চেয়ারম্যান সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজের গান। পরপর তিনি গেয়ে শুনান ‘একটি মনের দাম দিতে গিয়ে’ তোমার সাথে দেখা না হলে।’ এতে গীতিকার ও কবি জাহিদুল হকের জনপ্রিয় গান ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়’সহ বহু গান পরিবেশন করেন এই ২ শিল্পী। গানের ফাঁকে মঞ্চের ওঠে বক্তব্য দেন শিল্পী রিয়াজ ওয়ায়েজের বন্ধু চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার, বন্ধু লিটন আবদুল্লাহ ও বাকার সন্স গ্রুপের জিএম শাহ এমরান। মনোমুগ্ধকর এই সঙ্গীত সন্ধ্যায় বেহালায় ছিলেন শ্যামল চন্দ্র দাশম, তবলায় রোমেন বিশ্বাস (রাজু), অক্টোপ্যাডে নন্দন নন্দী, একোস্টিক গিটারে মলয় কুমার ইন্দু (মুকেশ), বেস গিটারে গৌরব বড়ুয়া, কিবোর্ডে রিপন শীল ও সার্বিক সহযোগিতায় রনি কুমার গুহ।

পূর্ববর্তী নিবন্ধসেঞ্চুরি হলো না মুমিনুলের
পরবর্তী নিবন্ধচায়ের গন্ধে সুরের চর্চা