সুরের ভেলায় নিজ শহরে সোলসের ৫০ বছর

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সোলস বাংলাদেশের সঙ্গীত জগতে ভিন্নধারার ব্যান্ড।

যারা লিরিকধর্মী গানকে প্রাধান্য দিয়ে থাকে। ১৯৭৩ সালে ‘সুরেলা’ ব্যান্ড নামে যার যাত্রা বন্দর নগরী চট্টগ্রাম থেকে। পরে হয় সোলস। ‘

মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড : ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামে গত ২ মে নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে কনসার্টের আয়োজন করা হয়।

এতে ছিলেন সোলসের প্রতিষ্ঠাকালীন সদস্যরা, ছিলেন বিভিন্ন সময়ের কাণ্ডারীরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধস্কুলে বিমান বিধ্বস্ত, শোকাতুর দেশ