সোলস বাংলাদেশের সঙ্গীত জগতে ভিন্নধারার ব্যান্ড।
যারা লিরিকধর্মী গানকে প্রাধান্য দিয়ে থাকে। ১৯৭৩ সালে ‘সুরেলা’ ব্যান্ড নামে যার যাত্রা বন্দর নগরী চট্টগ্রাম থেকে। পরে হয় সোলস। ‘
মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড : ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামে গত ২ মে নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে কনসার্টের আয়োজন করা হয়।
এতে ছিলেন সোলসের প্রতিষ্ঠাকালীন সদস্যরা, ছিলেন বিভিন্ন সময়ের কাণ্ডারীরা।










