কণ্ঠ দিয়ে খ্যাতি। তবে এর বাইরে তার লেখার হাত, সুরের মননও বিস্তৃত। যেটার প্রমাণ অতীতে বহুবার মিলেছে। তিনি তানযীর তুহীন। দেশের ব্যান্ড মিউজিকের অন্যতম সফল কণ্ঠ। বর্তমানে নিজের গড়া ব্যান্ড ‘আভাস’ নিয়ে তার ধীর পায়ে পথচলা। গানের তুহীনের নামের পাশে এবার আরেকটি পদবী আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে। লেখক। তার লেখা প্রথম বই প্রকাশিত হচ্ছে এবারের বই মেলায়। নাম ‘আহত কিছু গল্প’। হ্যাঁ, নামটি অনেক শ্রোতার কাছেই পরিচিত। এটি তুহীনের সৃষ্ট ও গাওয়া একটি গানের শিরোনাম।
তাই নামের অন্তরাল খোঁজা যাক আগে। কেন এই নাম? তানযীর তুহীন বললেন, ওই গানের সঙ্গে বইটির বিশেষ কোনও সংযোগ নেই। আসলে ভালো কিছু তো আমরা হারিয়ে ফেলি। কিছু যদি ধরে রাখা যায় কিংবা কোনও ভাবে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা আরকি। গানে ডুবে থাকা মানুষ হঠাৎ বই লিখলেন কেন, সে প্রসঙ্গটি বাদ দেওয়া যায় কী করে! বললেন, বই লেখার ইচ্ছে ছিল আমার, তবে এত দ্রুত সেটা ভাবিনি। বলতে পারেন, প্রকাশকের অনুরোধেই বইটি করা। নিজের জীবনের, চোখে দেখা আর কল্পনার মিশেলে কিছু গল্প একত্র করেছি এখানে। অনুরোধে ঢেঁকি গিলেই কি শেষ?