সুরিয়াকুমার ম্যাচ ফি দিচ্ছেন সেনাবাহিনীকে পাকিস্তানিরা অর্থ দেবে হামলায় নিহতদের

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

সংবাদ সম্মেলনে সবার কৌতূহলী দৃষ্টি সুরিয়াকুমারের দিকে। মুচকি হেসে তিনি বললেন, বিতর্কের কিছু নেই, এটা তো ভালো ব্যাপার। এই টুর্নামেন্টে আমার সব ম্যাচের ম্যাচ ফি আমি দিতে চাই ভারতীয় সেনাবাহিনীকে। পুরস্কার বিতরণী আয়োজনে সুরিয়া কুমার জয় উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে এবং একাত্মতা ঘোষণা করেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সঙ্গে। পরে সংবাদ সম্মেলনেও সশস্ত্রবাহিনীকে জয় উৎসর্গ করা করা এবং পেহেলগামে হামলায় আক্রান্তদের পাশে থাকার কথা তুলে ধরেন তিনি। এজন্য তার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগের শুনানির পর সুরিয়াকুমারকে ‘রাজনৈতিক বক্তব্য’ দিতে মানা করে দেয় আইসিসি। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানাও করা হয় ভারতীয় অধিনায়ককে। তার শাস্তির মূল কারণ অবশ্য ছিল ‘অপারেশন সিঁদুর’ সরাসরি উল্লেখ করে সংবাদ সম্মেলনে কথা বলা।

টুর্নামেন্টজুড়ে নানা বিতর্কের পর সেটির রেশ থাকল ফাইনাল শেষেও। ম্যাচ ফি সেনাবাহিনীকে দেওয়ার কথা বলেই সংবাদ সম্মেলন শেষ করে উঠে যান সুরিয়া কুমার। এর কয়েক ঘণ্টা পর পাকিস্তান ক্রিকেট দল সামাজিক মাধ্যমে জানায়, ফাইনালে সবার ম্যাচ ফি তারা দিয়ে দেবে তাদের দেশে ভারতের হামলায় আক্রান্তদের জন্য। পাকিস্তান ক্রিকেট দল তাদের এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি উৎসর্গ করছে ৭ মে হামলায় শহীদ হওয়া নিষ্পাপ প্রাণগুলোকে। যেখানে শিশুরাসহ বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা।

পূর্ববর্তী নিবন্ধ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী নিবন্ধনকল ট্রফি নিয়ে উদযাপন ভারতীয়দের