সুরাঙ্গনা সঙ্গীতালয়ের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান গত শুক্রবার নগরীর সদরঘাট রোডে চট্টগ্রাম স্কলারস স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন এডেশান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক
তিনকড়ি চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠের ব্যুরো চিফ মুস্তফা নঈম, তৃষিত চৌধুরী, কবি আবু মুসা চৌধুরী, সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য ও জাহেদ মোতালেব, ব্যবসায়ী হারুনর রশিদ, শিল্পী তপন চক্রবর্তী, শিক্ষক বাবুল কুমার দে ও ডা. ঝুমা চ্যাটার্জি। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীতালয়ের পরিচালক
পুরবী চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিথুন চক্রবর্তী। অতিথিরা তাদের বক্তব্যে সংস্কৃতি চর্চার ওপর জোর দেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে পিঙ্কি রুদ্র মজুমদার, পন্থি দাশ, অনন্যা বনিক, অহনা চৌধুরী, অবন্তিকা, অঙ্কিতা, অদিত্রি, প্রিয়ন্তি, ঋষিকা, অরনিসা, অন্নেষা, অংকিতা দাশ, শ্রেয়া, সায়ন্তিকা, সস্তিকা ও
আনিকা। নৃত্য পরিবেশন করে ত্রিধা চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, অদ্বিতীয়া মল্লিক ও শ্রেয়া দে। প্রেস বিজ্ঞপ্তি।