সুরাইয়া কবির চৌধুরী

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরফভাটার ব্যবসায়ী মরহুম মৌলভী কবির আহমদের স্ত্রী সুরাইয়া কবির চৌধুরী গত ৮ জুন বিকেল ৩ টায় চান্দগাঁও চন্দ্রিমা আবাসিক এলাকার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গতকাল বৃহস্পতিবার সরফভাটা নিজ গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে মেহেরিয়া কবরস্থানে দাফন করা হয়। তিনি ৫ ছেলে ৩ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এক সন্তান সরফভাটার সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী ও কনিষ্ঠ পুত্র নিজামুল ইসলাম সরফী আয়কর আইনজীবী ও লেখক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমরজিয়া বেগম
পরবর্তী নিবন্ধআজ ক্বণনের তিন যুগ পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠান