নগরীর দক্ষিণ কাট্টলী সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের প্রধান কার্যালয়ে ত্রিমাসিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও সহ অধ্যক্ষ রিয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করেন। এতে অতিথি হিসেবে ছিলেন, রাজীব পাটোয়ারী, রুবেল চৌধুরী, সাংবাদিক বাচ্চু বড়ুয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন, নয়ন সাহা ও তবলা প্রশিক্ষক পলাশ দে। উক্ত অনুষ্ঠানে প্রায় একশজন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বলেন, সুরপঞ্চম শুধু গানের স্কুল নয় এটা হচ্ছে সংস্কৃতির ভান্ডার। গান, আবৃত্তি, তবলা, গীটার, নাচ, চিত্রাংকন সবকিছুর শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সংগীত মানুষের ধ্যানধারণা পাল্টে দেয়, গানকে ভালো বাসতে হবে। গান মানুষের বেঁচে থাকার একটা অংশ। প্রেস বিজ্ঞপ্তি।












