সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরধ্যানের আয়োজনে দেশবরেণ্য সঙ্গীতগুরু উস্তাদ মিহির লালা স্মরণে এক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো গত ৩১ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে। সন্ধ্যে ৬ টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। পরে সুরধ্যানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে রাগ ভুপালীতে পরিবেশিত সমবেত খেয়ালে অংশগ্রহণ করেন তনুশ্রী,আয়ুষ্মান,প্রাচী, রাজদীপ,প্রণয়,প্রাপ্তি,অর্পিতা মোহনা,বৃন্তা, রূপকথা,অপ্তি,সাত্বিকা,অরিত্র ও অনুস্মিতা। এরপর উস্তাদ মিহির লালা স্মরণে আলোচনায় অংশ নেন উস্তাদ আজিজুল ইসলাম, কণ্ঠশিল্পী জয়ন্তী লালা, মোহনবীণা শিল্পী
দোলন কানুনগো ও সুরধ্যানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রিটন কুমার ধর। এরপর রাগ ইমনে একক খেয়াল পরিবেশন করে সুরধ্যানের শিক্ষার্থী আদ্রিতা দাশ। পরের পরিবেশনায় ছিল সুরধ্যানের শিক্ষার্থী চয়ন চক্রবর্তীর একক খেয়াল পরিবেশনা। তার পরিবেশনায় ছিল রাগ যোগ। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ছিল মোহনবীণা। আমন্ত্রিত শিল্পী মিটন বিশ্বাস পরিবেশন করেন রাগ গাঁওতি। অনুষ্ঠানে তবলা সহযোগিতায় ছিলেন শিল্পী সুশান্ত কর চৌধুরী ও অমিত চৌধুরী দীপ্ত। হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন অভিষেক নন্দী ও প্রাচী চৌধুরী, তানপুরা সহযোগিতায় ছিলেন অর্পিতা চৌধুরী, তনুশ্রী ধর,আয়ুষ্মান দত্ত ও প্রণয় দাশ।খবর প্রেস বিজ্ঞপ্তি।