সুরধারার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সঙ্গীতানুষ্ঠান গতকাল শনিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শুরু হওয়া এ আয়োজনে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, মহাদেব ঘোষ, কোলকাতার শিল্পী কিংশুক রায় ও জয়ন্ত ঘোষ। এর পাশাপাশি সংগীত পরিবেশন করেন সুরধারার শিল্পী শুভাগত চৌধুরী, সুমিত্রা বিশ্বাস, সীমা পাল, অর্পিতা দাশ, প্রিয়াংকা দাশ, সঞ্জিতা ভট্টাচার্য, মশিউল আনোয়ার খান, শিউলী নাথ, রুম্পি চৌধুরী, দেবারতী চক্রবর্তী, লাভলী আইচ, দীপাশ্রী দে, তিলোত্তমা সেনগুপ্ত, পৃথ্বীশ ভট্টাচার্য, প্রান্তি চৌধুরী ও স্বাগত সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












