সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন

নাজমুল হাসান চৌধুরী হেলাল | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

সৃষ্টির শুরু থেকেই মানব সভ্যতা ও প্রকৃতির বন্ধন অবিচ্ছেদ্য। প্রাচীনকাল থেকেই আমরা বসবাস থেকে শুরু করে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছি। কখনো সরাসরি আবার কখনো বা তার পরিবর্তিত রূপে। স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এ দেশের সবুজ বনবনানী, নদনদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন।প্রতিদিনের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করে চলেছি অবিরাম। আমাদের বেঁচে থাকার সকল উপাদানই উজাড় করে দিয়ে থাকেন প্রকৃতি। আমরা বাঁচার জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতি ও মানুষের সম্পর্ক খুবই নিবিড়। আমরা প্রতিনিয়ত প্রকৃতি থেকে নিচ্ছি, কিন্তু প্রকৃতিকে ভালো রাখতে কিছুই ভাবছি না। প্রকৃতিকে যদি সুষ্ঠুভাবে ব্যবহার না করি, প্রকৃতিকে নির্বিচারে যদি উজাড় করি, তাহলে একদিন প্রকৃতি আমাদেরকে দেওয়ার ক্ষমতা নিঃশেষ হয়ে যাবে। প্রকৃতির স্বাভাবিক পরিবেশ ঠিক রেখে আমাদের প্রয়োজন মেটানোর পরিকল্পনা যেন আমরা করি। প্রকৃতির ওপর বিভিন্ন ভাবে আমরা আঘাত করেই চলেছি। পাহাড় বনভূমি গাছপালা কেটে ফসলিজমি নদী খাল ভরাট করার যেইভাবে চারিদিকে মহোৎসব চলছে, তাই যদি চলে আমাদের জন্য কোনো ধরনের বিপদ ডেকে আনতে পারে। এই বিপদ এড়াবার জন্য আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহারে যত্নবান হই। প্রকৃতিকে নিঃশেষ করে আমাদের বাঁচার উপায় নেই। ধন ধান্যে পুষ্পে ভরা, সবুজ শ্যামল প্রকৃতিময় আছে সুখশান্তিসমৃদ্ধির অফুরন্ত ভাণ্ডার। তবে এই সোনার বাংলার সৌন্দর্য রক্ষা করতে হলে আমাদের আগে নৈতিক আদর্শে মনকে সাজাতে হবে। নইলে আমাদের অনৈতিক চলনে সব ধ্বংস হয়ে যাবে। তাই নিজে সুন্দর হই এবং দেশকে সুন্দর রাখি। আসুন গাছ রোপণ করি, প্রকৃতি রক্ষা করি।

পূর্ববর্তী নিবন্ধওষুধ সেবনে সাবধান হোন
পরবর্তী নিবন্ধএকান্ত ভাবনা