বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে ১৫ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয় (নগর ভবন) ঘেরাও কর্মসূচির পক্ষকালব্যাপী প্রচারণা গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি ও পথসভার মাধ্যমে নগরের ধনিয়ালা পাড়া, দেওয়ানহাট, মনসুরাবাদ, ঈদগাহ্, পাহাড়তলী, অলংকার, কাট্টলী, কর্ণেলহাট, আকবর শাহ্, ফিরোজশাহ্, ওয়ারলেস, সরাইপাড়া, হালিশহর এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মো. নুরুল আবছার, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি, আবদুর রহিম, জাহেদ আলী, হাজী জাফর, আবসার আহমেদ শিপলু, শেখ মাহফুজ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাসমতসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












