সুর

মনোয়ারা সুলতানা সোনিয়া | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৪:৩৭ পূর্বাহ্ণ

সুর কেটে গেছে।

মাঝে কিছু জংলা মত আগাছা জন্মেছিল

অলসতায় উপড়ে ফেলা হয়নি।

আসলে দেখতেও খারাপ ছিলনা

দিনে দিনে জংলাটা বড় হচ্ছিল,

বড় হয়ে ছড়িয়ে পড়ে গভীর করেছিল শেকড় ।

সেদিন জংলা সাফ করতে গিয়ে দেখলাম

কেটে গেছে বিনা তারের তার টুকু।

হয়তো ঠুনকো ছিল

অথবা জংলার চেয়ে দুর্বল ।

সাফ করার পর জায়গাটা বেশ পরিষ্কার এখন

তবে সুর কাটা শূন্যতা ভর করেছে।

তবুও ভালো,

আগাছার সাথে আর নেই বসবাস।

ভাবছি গোলাপ লাগাবো

কিন্তু সেই আবার কাঁটার ভয়।

আসলে ঘর পোড়া গরু

সিঁদুরে মেঘকে ভয় পায়।

তার সারাইয়ের ব্যাপারে ও ভেবেছিলাম

কিন্তু একটা অংশ যে জংলার সাথেই চলে গেছে ,

খানিকটা পড়ে আছে আমার আলয়ে

সেটা সারানো বা জোড়া লাগানো যায়না,

সুরটা ঠিক লাগেনা। তারপরও রয়ে গেছে

অযত্ন বা অবহেলায় নয়, শুধু পড়ে আছে ।

ওদিকের কি অবস্থা জানিনা

জানতে ইচ্ছা করে মাঝে মাঝে

হয়তো জংলাটা আরো কিছু আগাছা নিয়ে

ফুলে ফেঁপে বড় হচ্ছে

আর তার টাকে আরো গভীর থেকে গভীরে

গ্রাস করছে।

পূর্ববর্তী নিবন্ধবেশি করে গাছ লাগানো হোক
পরবর্তী নিবন্ধমহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি