সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে

বগুড়ার জনসভায় শফিকুর রহমান । জামায়াতের লোকেরা অতীতে কখনো চাঁদাবাজি করেনি, ভবিষ্যতেও করবে না ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জনগণ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতের লোকেরা অতীতে কখনো চাঁদাবাজি করেনি, বর্তমানে করে না এবং ভবিষ্যতেও করবে না। আমাদের পরিষ্কার ঘোষণা হলো আমরা চাঁদাবাজি করবো না, কাউকে করতেও দিব না। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

জামায়াত আমির বলেন, আমরা বিভক্তি চাই না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা অতীতে জাতিকে ১০ টাকা কেজি চাল খাওয়ানোর লোভ দেখিয়ে ধোঁকা দিয়েছিল তাদের পরিণতি সবাই দেখেছে। এখনো যারা নানাভাবে জনগণকে ধোঁকা দিতে চান তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে অতীতের মত আর কেউ সরকারি কোষাগার থেকে চুরি করতে পারবে না। তিনি বলেন, যারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না। সমাজের সর্বস্তরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।

ঘরেবাইরে নারীর নিরাপত্তা প্রতিশ্রুতি : সরকার গঠনের সুযোগ পেলে দশ দলীয় জোট ঘরে ও বাইরে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার কথায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মাবোনদেরকে যোদ্ধা হিসেবে সঙ্গে করে নিয়ে গেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে, জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও তারা কাজ করেন; কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটা হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ তাআলা আজিম, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই; আমরা মায়েদেরকে মায়ের মর্যাদায় ঘরে, চলাচলে, কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

গতকাল সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি কারো সাথে কখনও আপস করেনি, করবেও না
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, এটা হচ্ছে আমার পরিকল্পনা