সুযোগ এসেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার

যুবদলের মতবিনিময় সভায় আবু সুফিয়ান

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ পরিচালনার ভার অর্পণ করেন। ফ্যাসিষ্ট হাসিনা গত ১৭ বছর এদেশে নির্বাচনের নামে তামাশা করেছিল। মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আজ আমাদের সামনে সুযোগ এসেছে একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ মাঠে চট্টগ্রাম মহানগর যুবদলের অন্তর্গত সংসদীয় আসন চট্টগ্রাম৯ এর কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানা যুবদলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এই মুহূর্তে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন নির্বাচনযেখানে জনগণ ভয় ও প্রভাবমুক্ত হয়ে তাদের পছন্দের প্রর্থীকে ভোট দিতে পারবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদলের সোনালী ফসল। ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে চট্টগ্রাম মহানগর যুবদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দেশের উন্নয়ন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য প্রয়োজন সৎ দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছেন ছাত্রদল থেকে উঠে আসা কর্মীবান্ধব নেতৃত্ব আবু সুফিয়ানকে। তিনি এ সময় কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানা যুবদলের আওতাধীন ওয়ার্ড ও সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে তারেক রহমানের ৩১ দফা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান জানান। কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসানের সভাপতিত্বে ও বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মুজিবুর রহমান, সাবেক সি. যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম খান, আবদুল্লাহ আল টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিড হোল্ডিংসের যুগপূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী যুবকের