সুয়াবিলে আল্লামা মুফতি আবদুল মালেক শাহ’র ওরশ আজ

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

আল্লামা শাহসুফি মুফতি আবদুল মালেক শাহ (রহ.) এর ১৮তম বার্ষিক ওরশ এবং সুয়াবিল গাউছিয়া হোসাইনিয়া আল্লামা আবদুল মালেক শাহ (রহ.) সুন্নিয়া মাদ্‌রাসা হেফজখানা ও এতিমখানার ১৭তম সালানা জলসা আজ শনিবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ফটিকছড়ি সুয়াবিলস্থ মাজার ও মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

আল্লামা হাফেজ শাহ আলম নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠেয় মাহফিলে উদ্বোধক থাকবেন মোজাম্মেল হক। প্রধান অতিথি থাকবেন সমাজসেবক সরওয়ার আলমগীর। প্রধান বক্তা থাকবেন আল্লামা আবুল কাশেম নুরী। বাদে জোহর থেকে খতমে বোখারী পরিচালনা ও মোনাজাত পরিচালনা করবেন আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। ওরশ ও সালানা জলসার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দরবার ও আনজুমানে গোলামানে মোস্তফা (.) বাংলাদেশ এর পক্ষে হুজুরের বড় ছাহেবজাদা পীরজাদা মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারীর ওরশ নিয়ে সমন্বয় সভা