কক্সবাজারের উখিয়া প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী কর্মকর্তা সুমন চক্রবর্তী পাইলট আর (৩৭) নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পাইলট রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের রাজারকুল গ্রামের ডা. সমর চক্রবর্তীর জৈষ্ঠ পুত্র এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীর মামাত ভাই। তিনি রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি, তেমুহনি দূর্গা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, বাবা ও মা আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমপি সাইমুম সরোয়ার কমলসহ নানা শ্রেণি পেশার মানুষ। প্রেস বিজ্ঞপ্তি।