নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর নাজিরপাড়া হিন্দুপাড়ার স্থায়ী নিবাসী স্বর্গীয় নিমাই চরণ মহাজন ও মালতী বালা শীলের একমাত্র পুত্র সুভাষ চন্দ্র শীল গত ২৭ নভেম্বর রাত ৩টা ৫০ মিনিটে নিজবাসভূমে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, পুত্রবধূ, এক মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে যান। গতকাল সকালে তাঁর বিদেহী আত্মার সদগতি কামনার্থে পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান পশ্চিম ষোলশহর নাজিরপাড়ায় নিজ বাসভূমে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।