সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪০ পূর্বাহ্ণ

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য গত ১৪ ফেব্রুয়ারি এক ব্যতিক্রমী বসন্ত ভালবাসা উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম । সামাজিক সংগঠন বিজয়কেতনের সহযোগিতায় ২নং গেটস্থ একটি কনভেনশন সেন্টারে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। ৩ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঘিরে এই উৎসবে বর্ণিল আয়োজনের মধ্যে ছিল সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, নাটিকা, মুখাভিনয়, কবিতাসহ একক ও যৌথ পরিবেশনার পাশাপাশি ছিল যাদু প্রদর্শন, জমকালে ব্যান্ড শো এবং মধ্যাহ্নভোজ।
বিজয়কেতন সদস্য শাহীন আক্তার ও মেহেরুন্নেসা জেসীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিএমপি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক। বিশেষ অতিথি ছিলেন রইসুল উদ্দীন সৈকত, পাঁচলাইশ থানা ওসি আবুল কাশেম ভূইয়া, খুলশী থানার ওসি শাহিনুজ্জামান, শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, পাঁচলাইশ থানা আওয়ামীলীগ নেতা শাহজাহান সুফী, মঞ্জুরুল ইসলাম, এএমডি ভূলন বড়ুয়া, ইসমত আরা বেগম, আরজু খান, সায়মা সুলতানা। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ওহিদ চৌধুরী মুক্তি, শাহীনুল আলম, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন নোবেল,এমরানুল হক, সৈয়দ আসাদ সর্দার, সালাউদ্দিন লেদু, বিজয়কেতন সভাপতি নুর নাহার ফুলু, ফরিদা আক্তার, রিয়া দাশ চায়না প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ও আয়ারল্যান্ড ইমার্জিং দলের ম্যাচ ঘিরে সিএমপির সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধরামুতে যুবকের বস্তাবন্দি লাশ