রোটারি জেলা কনফারেন্স উপলক্ষে প্রস্তুতি সভায় রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে রোটারিয়ানদের কার্যকর ভূমিকা রাখতে হবে। গত ৩১ অক্টোবর প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্য দেন, রুহেলা খান চৌধুরী, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, জিয়া উদ্দিন চৌধুরী, সামিনা ইসলাম, কনফারেন্স চেয়ারম্যান মাহফুজুল হক, মুসলিম উদ্দিন, সানিউল ইসলাম, জিন্নাহ চৌধুরী, জাহেদা আকতার মিতা, মোহাম্মদ আকবর হোসাইন, হাবিব মহিউদ্দিন, মুহাম্মদ আছরার, মুজিবুর রহমান, মঈন উদ্দিন আহমেদ, নুর এ আলম ছিদ্দিকী, আসাদুল হক, সুদীপ কুমার চন্দ, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, শাহীন আলম সরকার, ছাইফুল হুদা ছিদ্দিকী, এসএম মহিউদ্দিন মুকুট, আবদুল মামুন বাহার, তানভীর শাহরিয়ার রিমন, মোহাম্মদ ফখরুল আলম পাটওয়ারী, কফিল উদ্দিন মাহমুদ রিপন, মরতুজা বেগম, মীর মোতাহের হোসাইন, এস এ মজুমদার সোহেল, আশেক ই এলাহি, মোহাম্মদ আলমগীর, মনির আজাদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হোসাইন, বেলাল হোসাইন চৌধুরী, প্রবীর চন্দ্র সাহা, দিল আফরোজ, উজ্জ্বল বড়য়া, মোহাম্মদ দিদারুল ইসলাম, তাসনুভা হায়দার চৌধুরী। উল্লেখ্য, আগামী ২৮-২৯ জানুয়ারি কঙবাজারের ঝাউতলা সমুদ্র সৈকতে আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর জেলা কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












