সুবিধাবঞ্চিত শিশুরা পেল জেলা প্রশাসনের ত্রাণ

| বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ সুবিধবঞ্চিত শিশু অধিকার শিশু অধিকার বাস্তবায়ন ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’র সুবিধাবঞ্চিত ৫০ জন শিশুর মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণ ও ফল সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল। প্রতি প্যাকেট সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১টি হুইল সাবান, তরমুজ, আপেল, মাল্টা, বিস্কুট ও চকলেট।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, অপরাজেয় বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুব-উল আলম, চট্টগ্রাম জোন ইনচার্জ জিনাত আরা বেগম, শিক্ষক চুমকি দত্ত ও শিক্ষক সীমা রক্ষিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিসেবা নিশ্চিত করতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধস্বামীর সঙ্গে কথা কাটাকাটি, গৃহবধূর আত্মহত্যা