হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের (এইচপিএফ) উদ্যোগে গতকাল নগরীর লালদিঘী পাড়স্থ অপরাজেয় বাংলাদেশে অবস্থানরত শিশুদের জন্য শীতের পিঠাপুলির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন যুগ্ম পরিচালক ও এইচপিএফের উপদেষ্টা বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহাজাদা মোঃ আসাদুজ্জামান।
সংগঠনের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের কোঅর্ডিনেটর মাহবুব উল আলম, ইনচার্জ জিনাত আরা বেগম, সংগঠনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, শিক্ষাবিদ জয়শ্রী পাল, পৃষ্ঠপোষক শরণ বড়ুয়া, কবি সজল দাশ, হৃদয় দে, সৌরভ বসাক, কান্তা দেবনাথ, শান্তজিৎ মল্লিক, সঞ্চিতা দাশ, অন্তু দে, সুমি রানী দেবী, অন্তুজিৎ দাশ, মোঃ আহাদ, প্রিয়া ভট্টাচার্য, পূজা ভট্টাচার্য, মানষী বড়ুয়া, জিন্নাত সোহানা, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ সেলিম উদ্দিন, অর্চিতা দেব, গ্রীষ্মা চৌধুরী, শ্রীমা দত্ত, মৌমিতা বিশ্বাস, দেবারতি বিশ্বাস মিম, আনন্দিতা দাশ, রনি কুমার লোধ, মৈত্রী বিশ্বাস, অর্চি দাশ ঐশী, শর্মিলা চক্রবর্ত্তী, পূজা ভট্টাচার্য, মৌ বড়ুয়া, মাহবুবুল আলম, মোঃ মানিক, মোঃ পারভেজ, আব্বাস উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।