জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও স্থপতি এনামুল করিম নির্ঝরের কোল জুড়ে ২০২০ সালের ২৮ ডিসেম্বর আসে কন্যাসন্তান রশ্মি রুয়াইদা করিম। গতকাল মঙ্গলবার তাদের মেয়ে দ্বিতীয় বছরে পা দিয়েছে। খবর বাংলানিউজের।
এদিন বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করেছেন অপি-নির্ঝর। রাজধানীর গাবতলীর সুইচ বিদ্যানিকেতন দিপনগর শাখায় মেয়েসহ গিয়েছিলেন তারা। এরপর স্কুলের সব শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতের সঙ্গে কেক কেটেছেন। একই সঙ্গে শিশুরা আয়োজন করে গান ও আড্ডাসহ নানা পর্ব। এমনকি রশ্মির জন্মদিনের উপহারও দিয়েছে তারা। অপির কাছে হাতে আঁকা পেইন্ট তুলে দেয় রশ্মির জন্য।
এ নিয়ে অপি করিম বলেন, আমাদের সন্তানরা যেন নিজেদেরকে উঁচু-নিচুর শ্রেণিবিন্যাস থেকে মুক্ত থেকে সব মানুষকেই সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে-সেই শিক্ষা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে এই ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণিবিভেদ আমাদের সমাজে আছে সেটা দূর হবে।