মমতার পরিচালিত শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ করা হয়। নগরীর আমবাগান, মিস্ত্রীপাড়া, সুন্দরী পাড়া, আনন্দবাজারস্থ মমতার চাইল্ড স্পেস সেন্টারের শিশুদের মাঝে বিষমুক্ত প্রাকৃতিক ফল বিতরণের অংশ হিসেবে ২৬৫ জন শিশুর মাঝে আম বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন মমতার পরিচালক নাহিদ ফারহানা ও সহকারী পরিচালক মুজতাহিদা কাউসার প্রমুখ। মমতা প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, সমাজের সকল শিশুদেরই পুষ্টির প্রয়োজন রয়েছে এবং তাদের রয়েছে একটি সুন্দর শৈশব পাওয়ার অধিকার। তাদের কথা বিবেচনায় রেখে মমতা শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ের শিশুদের মাঝে ফল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।