সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রেজাউল করিম ফাউন্ডেশন

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ২৪ এপ্রিল সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে সিআরবিতে ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু কিশোর নিয়ে ঈদ মেহমানদারীর আয়োজন করেছে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন। এই আয়োজনে ছিল রান্না করা স্পেশাল সেমাই, মিষ্টি, কেক সহ বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। শিশুরা আনন্দের মাধ্যমে এই ঈদ মেহমানদারী উদযাপনে অংশগ্রহণ করে।

এ সময় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি লায়ন আব্দুল মন্নান, এনাম হায়দার, যুগ্ম সম্পাদক চৌধুরী, আনোয়ারুল আযিম, নির্বাহী সম্পাদক মো. জাহেদুল করিম বাপ্পী, প্রকল্প পরিচালক কাজী গোলাম মোস্তফা, অপরাজেয় শ্লেটার হোমের ইনচার্জ জিন্নাত আরা, প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিন সোহাগ, অভি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইভ টিজার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পতেঙ্গায় সমাবেশ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ব্রাদার্স ইউনিটের গুণীজন সংবর্ধনা