সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজন

| রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

চসিক মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ঈদ আনন্দ ভাগাভাগি হোক সর্বস্তরে। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে রেড ক্রিসেন্ট। যেখানে মানুষ অসহায়, যেখানে মানুষ বিপদগ্রস্ত সেখানেই রেড ক্রিসেন্টের ভূমিকা অবিস্মরণীয়। বুধবার (১৯ জুন) রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত ‘ফেস্টিভ্যাল অব সেক্রিফাইস’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর মোহনা কমিউনিটি সেন্টারে সরকারি সিটি কলেজ ও সরকারি কমার্স কলেজ কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম ও সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার। উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচএম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, কাজী তৌফিকুল আজম, মো. ইমতিয়াজ ও সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ সরকারের নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশিক্ষার প্রতি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ প্রশংসনীয়