সুবিধাবঞ্চিত শিশুদের নামে সহায়তা চেয়ে প্রতারণা, আটক ১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার মামলায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকা থেকে ডিজিটাল প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। গত শনিবার দুপুরে কুমিল্লার রায়পুর বাস স্ট্যান্ডের চৌধুরী হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল কুমিল্লা জেলার চান্দিনা থানার অম্বরপুর আবদুল জলিলের বাড়ির মৃত আবদুর রহিমের পুত্র। পুলিশ জানায়, রফিকুল দীর্ঘদিন ধরে ফিরিঙ্গিবাজারের ‘উপলব্ধি’ নামক সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠানের বিভিন্ন ছবি ব্যবহার করে দেশ-বিদেশের নানা ব্যক্তিদের নিকট হতে সহায়তা পাওয়ার মেসেজ পাঠিয়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রতারণা করে টাকা নিয়েছে। এ উপায়ে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার টাকার অধিক টাকা রফিকুল আত্মসাৎ করেছে। আটককৃত রফিকুল ইসলাম পেশায় একজন ইন্টারনেট টেকনিশিয়ান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাসস্ট্যান্ড রিফা ব্রডব্যান্ড প্রতিষ্ঠানে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল প্রতারণার বিষয় স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধচবি ২১তম ব্যাচের কার্যনির্বাহী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধলাইসেন্স ছাড়া কেক তৈরি, এক প্রতিষ্ঠানকে জরিমানা