সুবিধাবঞ্চিত নারীদের পাশে রাষ্ট্রকে থাকতে হবে

আলোচনা সভায় সোলায়মান শেঠ

| বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৯:০৪ পূর্বাহ্ণ

নারী জাগরণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ‘নারী তুমি বিশ্ব মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয়। মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। তিনি বলেন, সরকার নারীদের নানান সুযোগ-সুবিধা দিচ্ছে। এটি ইতিবাচক। সুবিধাবঞ্চিত নারীরা অসহায়, রাষ্ট্রকে তাদের পাশে থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত। বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী। সভাপতিত্ব করেন নারী জাগরণ পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক মাছুমা কামাল আঁখি। সঞ্চালনায় ছিলেন নাদিরা সুলতানা হেলেন।
বক্তব্য রাখেন সাংবাদিক আলী আহমেদ শাহিন, খোরশেদ আলী মাইজভান্ডারী, ফাতেমা আক্তার, আফরোজা বেগম জলি, হাসিনা আক্তার টুনু, চেমন আরা, পারভিন চৌধুরী, সোমা মুৎসুদ্দী, পারভিন আক্তার চৌধুরী, কবি জায়তুন্নেছা জেবু, শিশু সাহিত্যিক শাম্মী তুলতুল, প্রিংয়কা দাশ, অধ্যাপক শিব প্রসাদ ধর, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, রিমন মুহুরী, হারুন রশিদ, দিলীপ সেন গুপ্ত, মো. তিতাস, শিল্পী নুপুর আক্তার, শিল্পী শিউলী আক্তার, ইয়াসমিন কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. ফজলুল আমীনের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআখতারুজ্জামান বাবু স্মরণ কমিটির শোকরানা মাহফিল কাল