সুবিধাবঞ্চিত নারীদের নতুন উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে আর্থ–সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। ‘এসওএস শিশু পল্লী চট্টগ্রাম’ ও ‘বাতি‘র সমন্বয়ে আয়োজিত ‘উদ্যোক্তা ও মৌলিক দক্ষতা প্রশিক্ষণ প্রকল্প’র সাইনিং প্রোগ্রামে এ আহ্বান জানানো হয়।এসওএস শিশু পল্লী চট্টগ্রামের রিজিওনাল অফিসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের সুবিধা বঞ্চিত শতাধিক নারীকে বিভিন্ন মেয়াদে বিউটিফিকেশন বিষয়ে মৌলিক দক্ষতা প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়।এসওএস শিশু পল্লী চট্টগ্রামের পরিচালক মো. ইসমাইল হোসেন খান বলেন, বিশ্বের ১৩০ টি দেশে এসওএসের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। যার মধ্যে পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় বিউটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ একটি। বাতির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা যাতে নিজেদের উপার্জনের পথ সুগম করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এতে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাতির প্রতিষ্ঠাতা শামীমা শীলা বলেন, নারীদের আর্থ–সামাজিক উন্নয়নের লক্ষ্যেই কাজ করে বাতি। তিনি বলেন, অনেক নারীদের মাঝে নতুন বাঁচার আশা তৈরি করবে এ কর্মসূচি। যা নতুন কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ভাবে উন্নয়নের দুয়ার খুলে দেবে অনেক সুবিধাবঞ্চিত নারীদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসওএস শিশু পল্লী চট্টগ্রামের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।