‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবেন রোটারিয়ানরা’

| বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

রোটারীর সাবেক গভর্নর প্রকৌশলী মতিউর রহমান বলেছেন, রোটারীয়ানরা মানবতার সেবায় কাজ করে চলেছে। রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং ২০২৩২০২৪ বছরে যে কাজ করেছে তা প্রশংসার দাবিদার। আমার সময়ে ক্লাবটি এক নাম্বারে রয়েছে। তিনি সদ্য অতীত সভাপতি জামাল উদ্দিন সিকদারের প্রশংসা করে বলেন, আমি বিস্মিত রোটারীয়ান জামাল উদ্দিন সিকদারের কাজে। নিঃসন্দেহে রোটারীয়ান জামাল একজন সেরা প্রেসিডেন্ট।

মঙ্গলবার নগরীর পূর্ব নাসিরাবাদস্থ একটি কনভেনশন সেন্টারে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং ২০২৪২০২৫ বর্ষের প্রথম নিয়মিত সভায় তিনি একথা বলেন। ক্লাব সভাপতি রোটারীয়ার এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারী রোটারীয়ান ড. আয়েশা আফরিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কিডনি ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান ডা. মইনুল ইসলাম মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারীয়ান মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক রোটারীয়ান কাজী আবুল মনসুর, রোটারীয়ান বদরুল আলম চৌধুরী, রোটারীয়ান এমদাদুল আজিজ চৌধুরী, রোটারীয়ান আজিজ উল গণি চৌধুরী, রোটারীয়ান ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রোটারীয়ান অধ্যাপিকা ড. সৈয়দা খুরশিদা বেগম, সদ্য অতীত সভাপতি রোটারীয়ান এস এম জামাল উদ্দীন সিকদার, সদ্য অতীত সেক্রেটারী রোটারীয়ান মোহাম্মদ বেলাল, রোটারীয়ান মো. সালাউদ্দীন, রোটারীয়ান সৈয়দা সেলিনা সরওয়ার, রোটারীয়ান এস এম সাজ্জাদ হোসাইন, রোটারীয়ান মোহাম্মদ ইকরাম পাশা।

প্রধান অতিথি বলেন, আমরা মানবতার সেবার জন্য রোটারী করি। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবেন রোটারিয়ানরা। আমার সময়ে হোম ফর হোমলেস যে প্রকল্পটি হাতে নিয়েছিলাম তাতে ক্লাবগুলো ব্যাপক সাড়া দিয়েছে। প্রায় ১‘শ নতুন ঘর গৃহহীনদের মাঝে বিতরণ করেছি। নতুন ঘর পেয়ে দরিদ্র, ঘরহারা মানুষগুলোর যে অশ্রু দেখেছি তা ভুলবার নয়। আমি মনে করি রোটারী করে আমি এখানেই সার্থক। তিনি নতুন সভাপতি রোটারীয়ান এস এম জমির উদ্দিনের সফলতা কামনা করেন।

রোটারিয়ান এস এম জমির উদ্দিন বলেন, আমার লক্ষ্যে হচ্ছে মানবসেবা, সমাজসেবা এবং ফেলোশিপ। সকলের সহযোগিতায় আমি আমার এ বর্ষকে চমৎকারভাবে এগিয়ে নেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ-আইসিএসবি চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধ‘বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রির সেতুবন্ধনে বিজনেস ইনকিউবেটর সময়োপযোগী পদক্ষেপ’