সুবিধাবঞ্চিতদের সাথে বিজয়-৭১ এর ঈদ উদযাপন

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

বিজয়’৭১ এর উদ্যোগে ঈদের দিন সংগঠনের কার্যালয়ে পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় ঈদবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন আর.কে রুবেল, স্থায়ী কমিটির কোচেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, ডা. মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক আঁচল চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক জনি পাল, সমীরন পাল প্রমুখ। সংরক্ষিত বক্তব্যে বক্তারা বলেন, শোষণ বঞ্চনা ও বৈষম্যমুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় জীবনে ঈদউলফিতরের গুরুত্ব অপরিসীম। অতীতের দুঃখবেদনা, ধনীগরিবের ভেদাভেদ ভুলে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার দিন হল ঈদউলফিতর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধকাকে কতটা ভোগাবে ট্রাম্পের শুল্ক?