মানবিক ও সমাজকল্যানমূলক সংগঠন টেন স্টার ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত রোজদারের সুবিধার্থে আতুরার ডিপুস্থ সামাদপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চত্বরে অর্ধমূল্যের ইফতার ও ঈদ সামগ্রীর অস্থায়ী বাজারের আয়োজন করা হয়। গত ২২ মার্চ ৩নং পাঁচলাইশ ওয়ার্ড অস্থায়ী বাজার উদ্বোধন করেন ফাউন্ডেশন সভাপতি ও সামাদপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়েদুল ইসলাম সাহেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ কর্মকর্তা ও টেন স্টার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোরশেদ আলম শাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ চৌধুরী, এমদাদুল হক রুবেল, সিহাবুস সালেহিন, আবছার উদ্দিন ডালিম, মোহাম্মদ নুর আজম প্রমুখ।
বক্তাগণ বলেন, সমাজিক কল্যাণ ও মূল শ্রোত থেকে বিছিন্ন সুবিধাবঞ্চিত মানুষদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য টেন স্টার ফাউন্ডেশন কাজ করছে, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গৃহীত কার্যক্রমগুলো হল দরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা, দরিদ্র রুগীদের আর্থিক সহযোগিতা, ছাত্র ছাত্রীদের সহযোগিতা, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ সহযোগিতা ইত্যাদি। বক্তারা সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।