জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে জাতিকে উজ্জীবিত করতে যেভাবে তিনি বজ্রকন্ঠে ডাক দিয়েছিলেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। আর এভাবেই বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। বাঙালিরা এমনই, যারা কিনা মাথা নত করে না, যতই ঝড়-ঝাপটা আসুক, তা মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭ টি লক্ষ্যমাত্রা অর্জনে এ বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোর চাইতে এগিয়ে রয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাস্টে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছেন নানান ক্ষেত্রে-যেমন এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ক্ষেপণ, পোশাকশিল্প, ওষুধশিল্প, রপ্তানি আয় বৃদ্ধিসহ পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলি টানেল, পায়রা ও মাতারবারি গভীর সমুদ্রবন্দর, মহেশখালি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্প। এছাড়া নারীর ক্ষমতায়ন ও নারীর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার নানান পরিকল্পনা হাতে নিয়েছে। যার ফলশ্রুতিতে নারীরা এখন আর কেউ পিছিয়ে নেই, সবাই কিছু না কিছু কাজ করছে নিজেদের ঊন্নয়ন এবং পারিবারিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। দিন দিন নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে সর্বত্র, যা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার এক মাইলফলক রচিত হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।