স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ৩১ মার্চ বাঁশখালীর চাঁদপুর মোজাফফর আহমদ চৌধুরী স্কুল পরিচালনা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর মাস্টারের সভাপতিত্বে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম।
এতে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুল হোসেন লিটু, আওয়ামী লীগ নেতা ফজলুল কবির, ডা.কলিম, ডা. বেলাল, সৈয়দুল হক, মোস্তাক আহমদ, জাহাঙ্গীর আলম, মঈন উদ্দিন মনির, তাজিবুল ইসলাম, স্কুল ছাত্র ফরহাদুল ইসলাম ও ছাত্রী জান্নাতুল মাওয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ কোনদিন স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।