সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চবির রজতজয়ন্তী

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

সুবর্ণ আলোয় আলোকিত হোক বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চবির রজতজয়ন্তী অনুষ্ঠান গত ৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন, চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, . মো. আনোয়ার হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীন সিরাজ, বিএনপি নেতা অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, অধ্যক্ষ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পিবিআই) আবু জাফর মো. ওমর ফারুক, অধ্যাপক মোহাম্মদ মিজান বিন মজিদ, পিটুপির সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ম্যানেজার মো. আব্দুল গণি, আইনজীবী মো. তরিকুল্লাহ প্রমুখ। সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চবির সভাপতি মো. তামজিদুল ইসলামের সভাপতিত্বে এবং মো. শামীম হোসাইন ও আনসারু হক মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রেসেলাত লিছান। অনুষ্ঠানে উপাচার্য এবং উপউপাচার্যদ্বয় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, কৃতী ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানার নবগঠিত বিভিন্ন ওয়ার্ডের আনন্দ মিছিল