নোয়াখালীর সর্বদক্ষিণের অঞ্চল হচ্ছে সুবর্ণচর। ঐ চরের অধিকাংশ মানুষ হতদরিদ্র। সামান্য আয়ে চলে তাদের সংসার। কিন্তু খেয়ে না খেয়ে পরিবার নিয়ে দিন চলে গেলেও অধিকাংশ সময় খোলা আকাশের নিচে বসবাস করতে হয় তাদের। এমন হতদরিদ্র লোকদের মাঝে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পসকো ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে আরও ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
এরমধ্যে তৈরি হয়ে গেছে ১১টি ঘর। যেগুলো খুব শিগগির হস্তান্তর করা হবে। এর আগে গত ডিসেম্বরে একই এলাকায় পাঁচটি ঘর তৈরি করে হস্তান্তর করা হয়েছিল। এ ব্যাপারে পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সরকারের একার পক্ষে সারাদেশে দরিদ্র জনগণের আবাসন নিশ্চিত করা সত্যিই একটি চ্যালেঞ্জ। তাই আমরা সরকারকে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছি। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সমাজের অসহায় মানুষকে সেবা করতে ভালোবাসেন। তারই ধারাবাহিকতায় সুবর্ণচরে হতদরিদ্রের জন্য এ ঘর তৈরি করা হয়। খুব দ্রুতই ঘরগুলো হস্তান্তর করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।