নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি কল্যাণ পরিষদের ২০২৫–২০২৭ কার্যকরী পরিষদের নব নির্বাচিত সদস্যরা গতকাল শনিবার এশার নামাজের পর একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজয়ী পরিষদের সদস্যরা নতুন দায়িত্ব পালনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমাজকল্যাণে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় সুফি মিজানুর রহমান ফুল দিয়ে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান।
এর আগে সকালে সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোহাম্মদ সাইফুদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইদ্রিছ নির্বাচিত হয়েছেন।
সহ–সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসাইন চৌধুরী, মোহাম্মদ আলমগীর পারভেজ ও কাজী মো. রেজাউল কাদের। সহ–সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজিবুল হক ছিদ্দিকী।
পরিষদের সদস্য হিসেবে নির্বাচিতরা হচ্ছেন হাজী মোহাম্মদ জসিম উদ্দিন হেলালী, কাজী মোহাম্মদ নাছির উদ্দিন, মো. শাহী উমরান শাহীন এবং এ.এম.এম শফিউল আলম চৌধুরী।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অর্থ সম্পাদক মোহাম্মদ আজম, সাংগঠনিক সম্পাদক মো. মাকছুদুর রহমান এবং শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মঈন উদ্দীন খান চৌধুরী (শিমুল)। প্রেস বিজ্ঞপ্তি।