সুফি মিজানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

সুফিবাদী সুন্নি জনতার মানববন্ধন ও সংবাদ সম্মেলন

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ষড়যন্ত্রমূলক মামলায় একজন শিল্পপতির বিরুদ্ধে মামলা করে হয়রানি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। কাল্পনিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সরকারের সর্বমহলে দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে সৎ দুর্নীতিমুক্ত ব্যবসায়ী সুফি মোহাম্মদ মিজানুর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত। পিএইচপি কোরআনের আলো, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন এবং আন্তর্জাতিক শাহাদায়ে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইসলামের শাশ্বত আদর্শ, মৌলিক ঈমান আক্কীদাহ নৈতিক শিক্ষা, সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে আসছেন। তাঁর বহুমুখী ও বহুমাত্রিক অবদান জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপ্ত।

সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতার মানববন্ধন : সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা। এ এম মাইনুদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় মানববন্ধনে হাজারো ধর্মপ্রাণ সুন্নি আলেম ও সুন্নি জনতা অংশ নেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফীর সভাপতিত্বে মানববন্ধনে আল্লামা মুফতি অছিয়র রহমান, অধ্যক্ষ মাওলানা এস এম ফরিদ উদ্দীন, মওলানা আবদুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, এইচ এম মুজিবুল হক শাকুর, আঞ্জুমানরহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের গোলাম মহিউদ্দিন, আবদুল করিম কুতুবী, নুর মোহাম্মদ আল কাদেরী, নুর মোহম্মদ সিদ্দিকী, মাওলানা ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ আবুল ফারাহ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আবুল বয়ান হাশেমী প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রাজনীতিবিদ একরামুল করিম, সিরাজুল মোস্তফা, আনোয়ারুল হক, প্রফেসর কামাল উদ্দিন, আবদুল হাই মাসুম, সালামত উল্লাহ, জাফর আহাম্মদ সওদাগর, এস এম সফি, মাঈনুদ্দিন মিঠু প্রমুখ। এছাড়া ফটিকছড়ি নানুপুর দরবার, সুখছড়ি দরবার, হযরত আমানত খান (রা.) দরবার, হালিশহর ওসির ভান্ডার দরবারসহ বিভিন্ন দরবার থেকে শাহাজাদাগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম
পরবর্তী নিবন্ধউলবাকিয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আশা দেখছেন গবেষকরা