সুফি দর্শনের ভিত্তিতে দেশ গড়ার ডাক

মাইজভাণ্ডারী একাডেমির সুফি সম্মেলন শুরু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের অংশগ্রহণে নগরীতে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘জাতীয় সুফি সম্মেলন’। সুফিবাদ নিয়ে গবেষণামূলক প্রতিষ্ঠান মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সম্মেলন শুরু হয়েছে।
‘উপমহাদেশের শান্তি সমপ্রীতি সুরক্ষায় দরবেশগণের ভূমিকা ঃ বর্তমান প্রেক্ষিত’ শিরোনামে আয়োজিত সম্মেলনে সুফি দর্শনের ভিত্তিতে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছে।
গতকাল সকালে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
দুইদিনব্যাপী সম্মেলনে চারটি অ্যাকাডেমিক সেশনে মোট ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এরমধ্যে গতকাল প্রথমদিন ‘সুফিবাদ ও বিজ্ঞান’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সাউথ-ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম শমসের আলী। ‘সুফিবাদ ও বাঘার খানকাহ্‌’ প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম শামীম। ‘সুফিবাদ ও মাইজভান্ডারিয়া ত্বরিকা’ প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এম শফিকুল আলম। ‘বেলায়তে মোতলাকা : আত্মদর্শন এবং হযরত মনসুর হাল্লাজ’ প্রবন্ধ উপস্থাপন করেন মাসিক আলোকধারার সম্পাদক অধ্যাপক জহুর উল আলম।
এ ছাড়া ‘সুফি দর্শন ও অসামপ্রদায়িক বাংলাদেশ’ প্রবন্ধ উপস্থাপন করেন চবির ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের সভাপতি মোহাম্মদ মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী। ‘সুফিবাদই ইসলামের দার্শনিক ভিত্তি’ প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি।
‘ইসলাম ও অসামপ্রদায়িকতা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন সভাপতি নুরে আলম। ‘সুফি দর্শনে ওয়াহদাতুল ওজুদ ও ওয়াহদাতুল শুহুদ : একটি পর্যালোচনা’ প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক জাফর উল্লাহ্‌’।
সর্বশেষ ‘ইসলামের শুচি স্নিগ্ধ রূপ’ বিষয়ে লেখক-গবেষক মুহাম্মদ ওহীদুল আলমের প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি। আজ (শুক্রবার) দুটি একাডেমিক সেশনে প্রবন্ধ উপস্থাপন এবং সুফি সংগীতের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন। উল্লেখ্য, ২০০২ সালে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে ‘মাইজভান্ডারী একাডেমি’ প্রতিষ্ঠা করা হয়। একাডেমি এবার সপ্তমবারের মতো জাতীয় সুফি সম্মেলনের আয়োজন করেছে।

পূর্ববর্তী নিবন্ধচাম্বলের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধ২৯ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে