সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর উদ্যোগে ‘এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিলকে এবং বিভিন্ন খাতে সহায়তার চেক প্রদান গতকাল বুধবার সিডিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। অতিথি ছিলেন সিডিএর বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যক্ষ আবু আহমদ, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন।
প্রধান অতিথি বলেন, সুফিদের মৌলিক কাজই হচ্ছে মানব সেবা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের হক আদায় এবং মানুষে-মানুষে সৌভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সুফি-দরবেশরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের মানবকল্যাণমূলক কাজ সম্পন্নের ব্যাপারে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কয়েক যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি ব্যক্তিগতভাবে তাদের কল্যাণমুখি সমস্ত কর্মের সাফল্য কামনা করি।
অনুষ্ঠানে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের পক্ষ হতে এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল ফান্ডে এক কোটি টাকার চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাইয়া পাড়া নুর মেস্তাফা হেফজখানায় উপহার প্রদান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হেফজখানার ছাত্রের মৃত্যু