মানবতাবাদী মহান অচিন বাবাজানের দরবারের ভক্তবৃন্দ গত ২৩ ফেব্রুয়ারি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দরবারের পক্ষ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় মহান অচিন বাবাজানের সুফিজম ও মানবতার মূলনীতি সমূহ সিটি মেয়রের কাছে তুলে ধরেন ভক্তবৃন্দ।
দরবারের ভক্তবৃন্দরা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সুফিবাদ পৃথিবীর সকল মানুষের কল্যাণে কাজ করে। আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ। সুফিজম মানবতার ধর্ম, এখানে ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ নেই। এসময় দরবারের পক্ষে উপস্থিত ছিলেন, প্রকৌশলী পলাশ বডুয়া এবং এ. কে. এম শামসুদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ শুক্কুর, জাফরাবাদ ফাজিল মাদ্রসার গভর্নিং বডির সাবেক সভাপতি এ.কে এম শামসুদ্দীন, হাফেজ হাবীবুর রহমান, হাফেজ জোনায়েদ, মোহাম্মদ শওকত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার, সাজিয়া রিফাত আক্তার, নাছিমা বেগম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় আচার্য্য, পুরোহিত নিতাই ভট্টচার্য্য, ডাঃ লিটন ধর, বসন্ত আশিষ, আয়কর আইনজীবী সুমন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী মৃদুল চৌধুরী, অজিত নাথ,নান্টু ধর, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া, উত্তর বড়ুয়া, মিলন বড়ুয়া, লোটাস বড়ুয়া, ব্যবসায়ী চিনু বড়ুয়া, স্বপন বড়ুয়া, কাজল বড়ুয়া, শিক্ষক যোসেফ রিবেরো প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।