মাজারে হামলা, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ন্যায় কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ সম্মেলন করেছে সর্বস্তরের সুন্নিভাবাপন্ন ছাত্র–জনতা। গত বুধবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী এবং সৈয়দ নুওয়াইছির বশর মাইজভাণ্ডারী। ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী তার বক্তব্যে মাজারে হামলার তীব্র নিন্দা জানান এবং সুফিবাদ ও মাজারসহ সকল ধর্মীয় স্থাপনা রক্ষা করার আহ্বান জানান। এছাড়া শান্তি সমপ্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে চট্টগ্রামসহ সারা দেশের দরবারগুলোর আওলাদ ও ভক্তদের সমন্বয়ে ঐক্য পরিষদ গঠন করার কথা জানান। এছাড়া ভবিষ্যতে যেন কোনো মাজারে হামলা, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে মাইজভাণ্ডারের খলিফা দরবারের পক্ষ থেকে বক্তব্য দেন, মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, মাওলানা সৈয়দ মাসুম কামাল আজহারী, মাওলানা সৈয়দ ইয়াকুব আলী শাহ, মাওলানা সৈয়দ আহমদুল হক, মাওলানা সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ, মাওলানা সৈয়দ নজরুল ইসলাম এবং মাওলানা সৈয়দ মিনহাজুল আবেদীন।
এছাড়া কাওয়ালদের পক্ষে বক্তব্য দেন, মইনুদ্দিন সাবিদ কাওয়াল, শুবায়ের কাওয়াল, বাচ্চু মইনি। মেরাজ কাদেরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আহমদ নুর আমিরী, মালেক কাওয়াল, রাসেল হায়দার, রুস্তম কাওয়াল, আখতার কাওয়াল এবং বাবুল কাওয়াল। প্রেস বিজ্ঞপ্তি।