সুফিবাদকে আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘ডিআইআরআই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা-২০২২’ আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাইজভান্ডার দরবারের সম্মেলন কক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী ও সাজ্জাদাহ নাশিন প্রতিযোগিতার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলোকচিত্র প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, প্রতিযোগিতার সেক্রেটারি শরীফ আহমেদ এবং চেয়ারম্যান আলোকচিত্রী শোয়েব ফারুকী। এই প্রতিযোগিতাকে পৃষ্ঠপোষকতা করছে নেদারল্যান্ড ভিত্তিক আলোকচিত্র সংস্থা গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন, তুরস্ক ভিত্তিক আলোকচিত্র সংস্থা এসএসএস, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
প্রতিযোগিতার বিভাগসমূহ হল : নির্মল প্রকৃতি; বিশ্বব্যাপি সুফি আচার অনুষ্ঠান এবং সুফি কার্যকলাপ; বিশ্বব্যাপি সুফি মঠ, মাজার, সমাধি ইত্যাদির স্থাপত্য দৃশ্য; মাইজভান্ডার দরবার শরীফ এবং এখানকার সুফি আচার অনুষ্ঠানাদি। প্রতিযোগিতায় মোট পুরস্কার সংখ্যা ১৪২টি এবং অর্থ পুরস্কার ৪৭০০ মার্কিন ডলার। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অপেশাদার এবং পেশাদার সকল আলোকচিত্রী কোনো এন্ট্রি ফি ছাড়াই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।