আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রি–বার্ষিক সম্মেলন সম্প্রতি মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মনজিলস্থ হাসনাইন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দরবারের মোন্তাজেম ও সাজ্জাদানশীন আওলাদ শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। তিনি বলেন, মানুষের মাঝে গাউসুল আজম মাইজভাণ্ডারীর প্রবর্তিত উসুল প্রচার প্রসারে লক্ষ্য অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী ১৯৪৯ সনে আনজুমের গোড়াপত্তন করেন, আমরা যেন সে লক্ষ্যকে সামনে রেখে অবিচল থাকতে পারি এবং মহান রাব্বুল আলামিনের যোগ্যতম প্রতিনিধি মহান আউলিয়ায়ে কেরামের জীবনদর্শন অনুসরণের মাধ্যমে সঠিক পথের সন্ধান লাভ করতে পারি। সম্মেলনে শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীকে সভাপতি, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীকে সহ–সভাপতি, মাসুদ মাহমুদ মহাসচিব করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়। সৈয়দ তানজীদ হোসাইনের সঞ্চালনায় এতে বিভিন্ন দায়রা ও শাখার ৪ শতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। সর্বশেষ তাওয়াল্লাদে গাউছিয়া পাঠ করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ ও হাফিজ মুহাম্মদ এমরান হোসাইন।












